মাদারীপুরে পুলিশের অশালীন আচরণ : কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ


প্রকাশিত: ০২:৩৪ পিএম, ০৪ নভেম্বর ২০১৫

মাদারীপুরের রাজৈর উপজেলার কবিরাজপুর ডিগ্রি কলেজের ছাত্র-ছাত্রীরা বুধবার দুপুরে বিক্ষোভ মিছিল করে নৌপুলিশ ফাঁড়ি ঘেরাও করেন। কবিরাজপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ এনে তারা এর প্রতিবাদ করেন।

কলেজ ও শিক্ষার্থী সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে নয়টার দিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরার অভিযোগ এনে কবিরাজপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সকলের সামনে কবিরাজপুর ডিগ্রি কলেজের ইউনিফর্ম পরিহিত ছাত্র কাসিবের দেহ তল্লাশি করেন। এসময় এ ছাত্রের শার্ট খুলে এবং প্যান্ট ছিড়ে ফেলেন এসআই জাহাঙ্গীর।  

এ খবর ছড়িয়ে পড়লে কলেজের ছাত্র-ছাত্রীরা ক্ষোভে ফেটে পড়েন এবং বিক্ষোভ মিছিল করে পুলিশ ফাঁড়ি ঘেরাও করেন।

খবর পেয়ে মাদারীপুর সহকারী পুলিশ সুপার মো.মনিরুজ্জামান ফকির ও রাজৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন ভুঞা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এসময় তাৎক্ষণিকভাবে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে সভা করেন। সভায় ছাত্র ও এলাকাবাসী এসআই জাহাঙ্গীর হোসেনর বিরুদ্ধে ছাত্র-ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণসহ নানাবিধ অভিযোগ করেন। এসময় কর্মকর্তাদ্বয় সবকিছুর সমাধানের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।

কবিরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ টিপু সুলতান মাতুব্বর জাগো নিউজকে জানান, ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেনের আচরণ শিষ্টাচার বহির্ভূত। এর আগেও তার বিরুদ্ধে আমার কাছে অনেক অভিযোগ এসেছে।

এ ব্যাপারে কবিরাজপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর হোসেন জাগো নিউজকে জানান, ওই ছাত্রের কাছে মাদক রয়েছে এমন সন্দেহ হওয়ায় তার দেহ তল্লাশি করা হয়েছিল।

রাজৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন ভুঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, আলোচনার মাধ্যমে সমস্যার সমধান করা হয়েছে।

এ কে এম নাসিরুল হক/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।