ইউনেস্কোর ভাইস প্রেসিডেন্ট হলেন শিক্ষামন্ত্রী নাহিদ
বাংলাদেশের শিক্ষামন্ত্রী ও ইউনেস্কোর জেনারেল সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান নুরুল ইসলাম নাহিদ ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। ফ্রান্সের রাজধানী প্যারিসে ইউনেস্কোর সদর দফতরে বুধবার অনুষ্ঠিত সংস্থাটির সাধারণ সম্মেলনের ৩৮তম অধিবেশনে তিনি এ পদে অধিষ্ঠিত হন।
শিক্ষামন্ত্রীর সিলেটের মুখপাত্র ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য অ্যাডভোকেট আব্বাস উদ্দিন জাগো নিউজকে জানান, বুধবার অনুষ্ঠিত ইউনেস্কোর সাধারণ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বক্তৃতা করেন। ওই সম্মেলনে শিক্ষামন্ত্রী নাহিদকে ২০১৫-১৭ মেয়াদে ইউনেস্কোর ভাইস প্রেসিডেন্ট মনোনীত করা হয়।
নুরুল ইসলাম নাহিদ গত ৩ নভেম্বর থেকে শুরু হয়ে ১৮ নভেম্বর পর্যন্ত চলা অনুষ্ঠানরত ইউনেস্কোর জেনারেল সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। এ সম্মেলনে ১৯৫ সদস্য রাষ্ট্র, আট সহযোগী সদস্য রাষ্ট্র এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থা, মন্ত্রী, গণমাধ্যম ও এনজিওর ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করছেন।
বাংলাদেশের শিক্ষামন্ত্রী ২০১৫-১৭ মেয়াদে ইউনেস্কোর সাধারণ সম্মেলনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।
শিক্ষামন্ত্রী নাহিদ বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান হিসেবে চলমান ইউনেস্কো সাধারণ সম্মেলনের ৩৮তম অধিবেশনে বুধবার বক্তৃতা প্রদান করেন। বক্তৃতায় নুরুল ইসলাম নাহিদ ইউনেস্কো ও বিশ্ব নেতৃবৃন্দকে সর্বস্তরের সমেত, ন্যায়সঙ্গত ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করে একটি ব্যাপক পদ্ধতির অবলম্বন করতে আহ্বান জানিয়েছেন।
সবার জন্য শিক্ষা (ইএফএ)-এর সাফল্যের কথা উল্লেখ করে নুরুল ইসলাম নাহিদ ইউনেস্কো দ্বারা সূচিত টেকসই উন্নয়নের জন্য আন্তর্জাতিক সমন্বয় ((EIU) এবং সাসটেনেবল ডেভেলপমেন্টের প্রশংসা করেন।
তিনি আরও বলেন, শিক্ষার সহস্রাব্দ লক্ষ্যমাত্রা অর্জন একমাত্র অবলম্বন নয়। এটি তরুণদের জন্য লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়ন, কর্মসংস্থান সৃষ্টির অর্জনের মতো অন্যান্য আরও অনেক বিষয়ের নির্দেশকের কাজ করে। সহায়তা করে বিশ্ব নাগরিক তৈরিতে এবং চরমপন্থার বিরুদ্ধে লড়াই করতে।
জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে, প্রাণবন্ত সমাজ গঠনেও সহায়তা করে। এই বিষয়গুলোতে মনোযোগ দিতে ব্যর্থ হলে নির্ধারিত সময়ে সহস্রাব্দ লক্ষ্যমাত্রা অর্জন ব্যাহত হবে।
এই ধারণাকে বিবেচনা করে, তিনি এ মাসের শেষে জলবায়ু পরিবর্তনের (COP 21) উপর জাতিসংঘ সম্মেলনে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করার জন্য একটি ঐক্যমতে পৌঁছনোর উপর গুরুত্বারোপ করেন।
প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন, ইউনেস্কোতে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং স্থায়ী প্রতিনিধি শহীদুল ইসলাম, বাংলাদেশ ন্যাশনাল কমিশন ফর ইউনেস্কোর সেক্রেটারি মো. মনজুর হোসেন।
ছামির মাহমুদ/এমজেড/পিআর