ঢাবি গার্হস্থ্য অর্থনীতি ইউনিটে আবেদন ১৫ নভেম্বর পর্যন্ত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাদানকল্প গার্হস্থ্য অর্থনীতি কলেজসমূহে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তির জন্য শুধুমাত্র মহিলা প্রার্থীদের নিকট থেকে আগামী ১৫ নভেম্বর (রোববার) দুপুর ২টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা হয়েছে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অনলাইনে আবেদনের ফি ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আবেদনকারী ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত মাধ্যমিক/সমমান এবং ২০১৫ সালে বাংলাদেশের যেকোনো শিক্ষাবোর্ড/উন্মুক্ত বিশ্ববিদ্যালয়/কারিগরি শিক্ষাবোর্ড/মাদ্রাসা বোর্ড/এ-লেভেল বা সমমানের বিদেশি ডিগ্রিধারী প্রার্থী দরখাস্ত করতে পারবে। প্রার্থীকে মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক/সমমান পরীক্ষায় ৪র্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএ`র যোগফল ন্যূনতম ৪.০ হতে হবে। কোনো পরীক্ষায় জিপিএ ২.০-এর কম হলে আবেদন করা যাবে না।
ভর্তি পরীক্ষা আগামী ২৭ নভেম্বর ২০১৫ শুক্রবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় ১ ঘণ্টা, নম্বর ১২০, পাশ নম্বর ৪৮ এবং পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে হবে।
মুক্তিযোদ্ধার সন্তান (নাতি-নাতনীসহ), উপজাতি, হরিজন ও দলিত সম্প্রদায়, প্রতিবন্ধী (দৃষ্টি, বাক ও শ্রবণ) ভর্তি পরীক্ষায় পাশ করা সাপেক্ষে কোটায় ভর্তি হওয়ার সুযোগ পাবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে (admission.eis.du.ac.bd) ভর্তির সাধারণ নিয়মাবলী ও ভর্তির নির্দেশিকা পাওয়া যাবে।
এমএইচ/একে/পিআর