পাকিস্তানি তারকাদের পক্ষে সালমানের হুঁশিয়ারি
ভারতে নরেন্দ্র মোদীর বিজেপি সরকার উগ্র হিন্দুবাদকে সমর্থন দেয়ার অভিযোগে সমালোচনায় পড়েছে। দেশটিতে সরকারি দলের নেতারা ভিন্ন ধর্ম বিশেষ করে মুসলিম ধর্মের লোকদের নানাভাবে হয়রানি করে চলেছে। স্বাভাবিকভাবেই বাড়ছে দাঙ্গা-বিতর্ক-সাম্প্রদায়িকতার সমস্যা।
এর নেতিবাচক প্রভাব থেকে বলিউডও মুক্ত নয়। সম্প্রতি ভারতকে অসহিষ্ণু দেশ বলায় শাহরুখ খানকে পাকিস্তানের দালাল বলে আখ্যায়িত করেছেন বিজেপির এক নেতা। পাশাপাশি সাম্প্রতিক সময়ে পাকিস্তান থেকে আসা তারকাদের বলিউডে কাজ করা নিয়েও আপত্তি তুলেছে মোদির সরকারে থাকা নেতৃবৃন্দ। এমনকি শিবসেনার পক্ষ থেকে পাকিস্তানি তারকাদের বলিউডে নিষিদ্ধ করার ঘোষণাও দেয়া হয়েছে।
এতে বেজায় চটেছেন বলিউড ব্যাড বয় খ্যাত সুপারস্টার সালমান খান। তিনি পাকিস্তানি তারকাদের পক্ষ নিয়ে উগ্র হিন্দুবাদ ও সাম্প্রদায়িকতার সমস্যা সৃষ্টি করা লোকদের শান্ত হওয়ার জন্য হুঁশিয়ার করেছেন।
চলচ্চিত্রের পর্দায় বজরঙ্গি ভাইজান যেমন সীমান্ত রেখা মুছে মানবতার জয় এনেছেন তেমনি এবার রাষ্ট্রীয় দ্বন্ধ ভুলে শিল্প সংস্কৃতির সীমারেখাও উন্মুক্ত করতে চান।
সম্প্রতি এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, পাকিস্তানি তারকাদের বলিউডে কাজ করা কেউ ঠেকাতে পারবেনা। ভারতীয় শিব সেনা পাকিস্তানি তারকাদের ভারতে কাজ করতে নিষেধ করায় এ কথা বলেন এই বজরঙ্গি তারকা।
তিনি আরো বলেন, ‘কোনো পরিচালক যদি তার ছবির চরিত্রের জন্যে কোন পাকিস্তানি তারকাকে সেরা মনে করেন তবে অবশ্যই তাকে দিয়েই কাজ করাবেন। এটা কারো কথায় চলবে না।’
তিনি রাজনীতিবিদদের উদ্দেশ্যে বলেন, ‘শিল্প সংস্কৃতির কোনো সীমারেখা হয় না। দয়া করে এসবকে রাজনীতির বাইরে রাখুন।’
সালমান বর্তমানে ব্যস্ত আছেন তার নতুন ছবি প্রেম রতন ধন পায়ো ছবির প্রচারণা ও সুলতান ছবির শুটিং নিয়ে।
আরএএইচ/এলএ/পিআর