কসবায় শিশুশিক্ষার্থী ধর্ষণ চেষ্টায় গৃহশিক্ষকের কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাঞ্চনমুড়ি গ্রামে আট বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় বাছির আলম (৫০) নামে এক গৃহশিক্ষককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরিফুল ইসলাম এ করাদণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত বাছির আলম কসবা উপজেলার আকছিনা গ্রামের মৃত আবদুর রাজ্জাকের ছেলে। কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, সকাল ১০টার দিকে উপজেলার কাঞ্চনমুড়ি গ্রামে আট বছরের এক শিশুকে পড়ানোর সময় তার গৃহশিক্ষক বাছির আলম ধর্ষণের চেষ্টা করেন। পরে স্থানীয় বাছির আলমকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এরপর বিকেলে বাছিরকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরিফুল ইসলাম তাকে দুই বছরের কারাদণ্ড দেন।
আজিজুল আলম সঞ্চয়/এমজেড/পিআর