বিএসএমএমইউ-তে ১৬ জন সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সদস্য নিয়োগ


প্রকাশিত: ১২:৫৭ পিএম, ০৪ নভেম্বর ২০১৫

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নতুন ১৬ জন সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সদস্য নিয়োগ পেয়েছেন। বিএসএমএমইউ আইন ১৯৯৮ (১নং আইন) এর ২২ (১) ও ২৪ (২) ধারা মোতাবেক আগামী দুই বছরের জন্য রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য মন্ত্রণালয় সম্প্রতি তাদের এ নিয়োগ প্রদান করে।

১৬ জনের মধ্যে ৮ জন সিন্ডিকেট ও ৮ জন একাডেমিক কাউন্সিলের সদস্য রয়েছেন। বিএসএমএমইউ ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান নতুন সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সদস্য নিয়োগের সত্যতা নিশ্চিত করেছেন।  

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে মোট ২৭ জন সিন্ডিকেট ও ৬৯ জন একাডেমিক কাউন্সিলের সদস্য রয়েছেন। দুই বছর মেয়াদে তাদের রাষ্ট্রপতি তাদের নিয়োগ দেন। পুরোনো ১৬ জন সদস্যের মেয়াদ শেষ হওয়ায় নতুন সদস্য নিয়োগ পেয়েছেন।

নতুন সিন্ডিকেট সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক কাজী শহীদুল আলম, অধ্যাপক মো. নজরুল ইসলাম, অধ্যাপক কনক কান্তি বড়ুয়া, অধ্যাপক ছয়েফউদ্দিন আহমেদ, ডা. মো. হারিসুল হক, ডা. সাদিয়া শারমিন, অধ্যক্ষ ঢাকা মেডিকেল কলেজ ও স্যার সলিমুল্ল্যাহ মেডিকেল কলেজ।

নতুন একাডেমিক কাউন্সিলের সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন- অধ্যাপক এ কে এম আনোয়ারুল আজিম, ডা. তাহমিদ আহমেদ, অধ্যক্ষ এম এ জি ওসমানি মেডিকেল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, মানিকগঞ্জ মেডিকেল  কলেজ, শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ, পরিচালক, চক্ষু বিজ্ঞান ইনস্টিউট ও জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট।

এমইউ/এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।