নিউ ইয়র্কের রাস্তায় ঘুমায় ৬০ হাজার মানুষ


প্রকাশিত: ১২:০৭ পিএম, ০৪ নভেম্বর ২০১৫

প্রত্যেক রাতে নিউ ইয়র্কে অন্তত ৬০ হাজার মানুষ রাস্তায় ঘুমান। বিশ্বের অন্যতম উন্নত রাষ্ট্র এ রাষ্ট্রের প্রতি ৩০ শিশুর মধ্যে একজনের বাড়ি নেই। এসব গৃহহীন মানুষের সংখ্যা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সেন্টার অন ফ্যামিলি হোমলেসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর আল জাজিরার।  

প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে গৃহহীন পরিস্থিতি জটিল হচ্ছে। আর এসব গৃহহীন মানুষ তাদের পছন্দের কারণে রাস্তায় থাকছে না। শুধুমাত্র নিউ ইয়র্কেই অন্তত ৮ লাখ ৪০ হাজার মানুষ বসবাস করে। কিন্তু ১৯৩০ সালের পর এই প্রথম শহরটিতে গৃহহীন মানুষের পরিমাণ সবচেয়ে বেশি। ২০১৪ সালে নিউ ইয়র্ক শহরে প্রত্যেক রাতে ৬০ হাজার মানুষ রাস্তায় রাত কাটিয়েছেন।

ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, এটা শুধুমাত্র নিউ ইয়র্ক শহরে গৃহহীন মানুষের পরিস্থিতি। কিন্তু দেশটির অন্যান্য শহরের অবস্থা সম্পর্কে কোনো কিছু বলা হয়নি।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।