অ্যক্রিডিটেশন কাউন্সিল আইনে মতামত দেয়ার সময় বৃদ্ধি


প্রকাশিত: ১১:৩৪ এএম, ০৪ নভেম্বর ২০১৫

‘অ্যক্রিডিটেশন কাউন্সিল অভ বাংলাদেশ এ্যাক্ট-২০১৫’ খসড়ার ওপর মতামত দেয়ার সময় বৃদ্ধি করেছে শিক্ষামন্ত্রণালয়। আগামী ১৫ নভেম্বর পর্যন্ত ইমেইলের মাধ্যমে মতামত দেয়া যাবে। আজ বুধবার বিকেলে শিক্ষামন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতকরণের লক্ষে ‘অ্যক্রিডিটেশন কাউন্সিল অভ বাংলাদেশ এ্যাক্ট-২০১৫’ প্রণয়নের উদ্যোগ নেয়া হয়েছে। আইনের খসড়া শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.moedu.gov.bd) দেয়া হয়েছে।

মতামত পাঠানোর সময়সীমা ১৫ নভেম্বর ২০১৫ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। প্রণীত এ খসড়া আইনের ওপর যে কোন মতামত [email protected]  ই-মেইলে প্রেরণের জন্য শিক্ষামন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

এনএম/জেডএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।