পিএসসির ১২তম সদস্য হলেন শেখ আলতাফ


প্রকাশিত: ১০:৩০ এএম, ০৪ নভেম্বর ২০১৫

অবসরোত্তর ছুটি বাতিল করে জ্যেষ্ঠ সচিব শেখ আলতাফ আলীকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য নিয়োগ দেয়া হয়েছে। গত মঙ্গলবার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয় এ নিয়োগ আদেশ জারি করেছে। এ নিয়োগের মধ্য দিয়ে পিএসসির সদস্য সংখ্যা দাড়ালো ১২ তে।

জানা গেছে, সংবিধানের ১৩৮ (১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি শেখ আলতাফের অভোগকৃত অবসরোত্তর ছুটি (পিআরএল) বাতিলের শর্তে পিএসসির সদস্য নিয়োগ দেয়া হয়েছে।

তিনি ১৯৮১ ব্যাচের বিসিএস ক্যাডারের কর্মকর্তা। ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে তাকে রাষ্ট্রপতির কার্যালয়ের জ্যেষ্ঠ সচিব নিয়োগ করা হয়েছিল। এর আগে তিনি পানি সম্পদ এবং বেসামরিক বিমান মন্ত্রণালয়ের সচিব ছিলেন। গত ৩০ জানুয়ারি তিনি পিআরএল ছুটিতে যান। শেখ আলতাফ ১৯৫৬ সালের ১ জানুয়ারি বাগেরহাটে জন্ম গ্রহণ করেন।

এনএম/এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।