বান্দরবানে অপহৃত ৩ পর্যটকের মধ্যে ২ জন উদ্ধার


প্রকাশিত: ০৯:৫৪ এএম, ০৪ নভেম্বর ২০১৫

বান্দরবানের রুমার সীমান্তবর্তী সেপ্রুপাড়া থেকে অপহৃত তিন পর্যটকের মধ্যে ২ জনকে কুমিল্লার দেবীদ্বার উপজেলার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাওয়া গেছে।

বুধবার বিকেল পৌনে চারটার দিকে দেবীদ্বার উপজেলায় এমন খবর ছড়িয়ে পড়ে।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) পারভেজ আলম জাগো নিউজকে জানিয়েছেন, স্থানীয় সাংবাদিকদের কাছে ঘটনা শুনে দেবীদ্বারের সব ক্লিনিক ও হাসপাতালে তল্লাসি চালানো হয়েছে। কিন্তু তাদের পাওয়া যায়নি।

তিনি আরও জানান, এখনো বেশ কিছু হাসপাতালে তল্লাসি চলছে।

প্রসঙ্গত, গত ৩ অক্টোবর বান্দরবানের রুমার সীমান্তবর্তী সেপ্রুপাড়া থেকে অস্ত্রের মুখে পর্যটক জাকির হোসেন মুন্না (৩০), আব্দুল্লাহ আল জোবায়ের (৩২) এবং স্থানীয় গাইড মাংসাই ম্রোকে (২৮) অপহরণ করা হয়।

এমএএস/এসএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।