বিচার ঠেকাতেই পুলিশের উপর হামলা : স্বরাষ্ট্রমন্ত্রী


প্রকাশিত: ০৮:০৪ এএম, ০৪ নভেম্বর ২০১৫
ফাইল ফটো

মানবতাবিরোধী অপরাধীদের বিচার ঠেকাতেই একের পর এক পুলিশের উপর হামলা চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বুধবার দুপুরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিহত ও আহত পুলিশ সদস্যকে দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধীদের বিচার ঠেকাতেই আশুলিয়ায় পুলিশের উপর হামলা চালানো হয়েছে। সম্প্রতি সময়ে ব্লগার হত্যাকাণ্ড ও পুলিশের উপর হামলা সব কিছুই একই সূত্রে গাথা।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটি মহল মানবতাবিরোধী অপরাধীদের বিচার বানচাল করার জন্য কখনও আইএস, কখনও আনসারুল্লাহ বাংলা টিম ইত্যাদি নামে এসব হামলা চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে খুব শিগগিরই পুলিশ কর্মকর্তারা তাদের করণীয় ঠিক করবেন। কেউ আইনের হাত থেকে রক্ষা পাবে না।

এ মন্ত্রী আরও বলেন, সকাল ৮টার কিছু সময় আগে শিল্প পুলিশের ৫ সদস্য যখন চেকপোস্টে দায়িত্ব পালন করতে  যায়। ঠিক তখনি কয়েকজন যুবক মোটরসাইকেল যোগে এসে তাদের উপড় হামলা চালায়। ঘটনার আকস্মিকতায় অন্য তিন পুলিশ সদস্য তাদের প্রতিরোধ করতে ব্যর্থ হয়। এ জন্য পুলিশ সদস্যদের আরো সজাগ হয়ে কাজ করার নির্দেশ প্রদান করা হয়েছে।

প্রসঙ্গত, আজ বুধবার সকালে রাজধানী ঢাকার অদূরে আশুলিয়ায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে এক পুলিশ সদস্য নিহত ও আরও একজন আহত হয়েছেন। সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাড়ইপাড়া পুলিশ চেকপোস্টে দায়িত্ব পালন অবস্থায় তাদের উপর এ হামলা চালানো হয়।

এর আগেও ২২ অক্টোবর বৃহস্পতিবার রাজধানীর দারুস সালাম থানাধীন গাবতলী এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ইব্রাহিম মোল্লা নামে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিহত হন।

আল-মামুন/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।