৩ অক্টোবর থেকে সিঙ্গাপুর যাবে ইউএস-বাংলা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:১১ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২০

আগামী ৩ অক্টোবর (শনিবার) থেকে ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স। দীর্ঘদিন বন্ধ থাকার পর এই রুটে সপ্তাহে একটি শিডিউল ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে তারা।

সোমবার (২৮ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে ইউএস-বাংলা জানায়, বাংলাদেশ ও সিঙ্গাপুরের ফ্লাইট পরিচালনার সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে ইউএস-বাংলা আগামী শনিবার থেকে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করবে।

প্রতিষ্ঠানটি জানায়, ইউএস-বাংলা প্রতি শনিবার রাত ১০টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে ছেড়ে যাবে এবং পরের দিন রোববার স্থানীয় সময় ভোর ৪টা ২৫ মিনিটে সিঙ্গাপুরে অবতরণ করবে। অপরদিকে সিঙ্গাপুর থেকে রোববার স্থানীয় সময় ভোর ৫টা ২৫ মিনিটে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করবে এবং সকাল ৭টা ৩৫ মিনিটে ঢাকায় অবতরণ করবে।

বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্স আন্তর্জাতিক রুট গুয়াংজু ও দোহায় ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া ১ অক্টোবর থেকে ঢাকা-মাস্কাট রুটে ফ্লাইট পরিচালনা শুরু করবে তারা।

সিঙ্গাপুর রুটের ফ্লাইটের টিকিট রিজার্ভেশন বা যে কোনো তথ্যের জন্য নিকটস্থ ট্রাভেল এজেন্ট অথবা এয়ারলাইন্সের নিজস্ব সেলস্ সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। (যোগাযোগ- ০১৭৭৭৭৭৭৮০০-৬ অথবা ১৩৬০৫।)

এআর/এইচএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।