চকরিয়ায় দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১
কক্সবাজারের চকরিয়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে দু’গ্রুপের সংঘর্ষে হেলাল উদ্দিন টিপু (৩২) নামের একজন নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধসহ ৮জন আহত হয়েছেন। বুধবার ভোরে চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের কুতুবদিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হেলাল উদ্দিন টিপু ওই এলাকার মোহাম্মদ লেদু মাঝির ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষ্যদর্শীরা জানিয়েছেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ওই ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান হোসেন আহমদ, ইকবাল বদরী গ্রুপের সঙ্গে একই এলাকার আলী আহমদ, বাবুল গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। বুধবার গভীর রাতে হোসেন আহমদ, ইকবাল বদরী গ্রুপ ওই জমি দখল করতে গেলে আলী আহমদ, বাবুল গ্রুপের সঙ্গে সংঘর্ষ বাধে। এতে গোলাগুলিতে উভয় পক্ষের আলী আহমদ, বাবুল গ্রুপের সদস্য হেলাল উদ্দিন টিপু ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এ সময় গুলিবিদ্ধসহ আহত আরো ৮জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করায় তাদের পরিচয় জানা সম্ভব হয়নি।
চকরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে তার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে রয়েছে। ঘটনায় জড়িতের খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানান ওই কর্মকর্তা।
সায়ীদ আলমগীর/এসএস/আরআইপি