অ্যাটর্নি জেনারেলের মৃত্যুতে ডিএসসিসি মেয়রের শোক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২৩ এএম, ২৮ সেপ্টেম্বর ২০২০

বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মাহবুবে আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

রোববার (২৭ সেপ্টেম্বর) এক শোকবার্তায় ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, তিনি দীর্ঘসময় সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তার এই প্রয়াণ আমাদেরকে শোকে আচ্ছাদিত করেছে। আইনাঙ্গনের প্রথিকৃত মাহবুবে আলমের মৃত্যতে আমরা গভীর শোকাহত।

বিজ্ঞাপন

মেয়র আরও বলেন, তিনি দল-মত নির্বিশেষে আইনজীবী পরিবারের শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন। আইন পেশায় তার বর্ণাঢ্য এই জীবনে তিনি অনেক মানুষকে আইনি দিয়েছেন, রাষ্ট্রীয় অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আইনের যথোপযুক্ত বিশ্লেষণের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠায় সবসময় সরব ভূমিকা পালন করেছেন। তার চলে যাওয়ার শূন্যতা পূরণ হওয়ার মতো নয়।

তাপস মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম (৭১) রোববার সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

জ্যেষ্ঠ এই আইনজীবী ২০০৯ সালের ১৩ জানুয়ারি দেশের ১৫তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই পদে দায়িত্ব পালন করছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এএস/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।