৬৬ বছর পর বৈঠকে বসছে চীন-তাইওয়ান


প্রকাশিত: ০৬:০৯ এএম, ০৪ নভেম্বর ২০১৫

চীন ও তাইওয়ানের প্রেসিডেন্টদের মধ্যে ৬৬ বছরের মধ্যে এই প্রথমবারের মতো বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী শনিবার সিঙ্গাপুরে দুই দেশের প্রেসিডেন্টদের এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। খবর বিবিসির।

আলোচনায় তাইওয়ান প্রণালীতে শান্তি স্থাপন প্রক্রিয়ায় দুই দেশের ভূমিকা নিয়ে আলোচনা হবে। চীন থেকেও বৈঠকটির খবর নিশ্চিত করা হয়েছে।

১৯৪৯ সালে তাইওয়ান মূল ভূখণ্ড চীন থেকে আলাদা হয়ে যাওয়ার পর গত ৬৬ বছরে কখনোই মুখোমুখি হয়নি দুদেশের প্রেসিডেন্ট। ফলে দুই প্রেসিডেন্টে মধ্যে সাক্ষাৎ, কুশলাদি বিনিময়ই যে ইতিহাসের জন্ম দেবে তা আর বলার অপেক্ষা রাখে না। অবশ্য এ বৈঠকের পর কোনো চুক্তি যে হবে না সেটা আগেই স্পষ্ট করা হয়েছে।

বৃহস্পতিবার একটি সংবাদ সম্মেলন করে এই বৈঠকে যোগ দেয়ার ব্যাপারে নিজ তরফের ব্যাখ্যা তুলে ধরবেন তাইওয়ানের প্রেসিডেন্ট মা ইং জিউ। তাইওয়ান স্বশাসনে যাবার পর থেকেই দুদেশের মধ্যে দ্বন্দ্ব বিরাজ করছে। একইসঙ্গে দেশটি নিজেদেরকে সার্বভৌম রাষ্ট্র বলেই মনে করে। ও তাইওয়ানের প্রেসিডেন্ট মা ইং-জু

কিন্তু চীনের দাবী দ্বীপটি তাদেরই অংশ। চীন মনে করে তাইওয়ান একদিন চীনের সাথে আবারো মিলে মিশে যাবে। ২০০৯ সালে দেশ দুটির মধ্যে একটি বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।