পিএসজিকে হারিয়ে গ্রুপের শীর্ষে রিয়াল


প্রকাশিত: ০৫:৪০ এএম, ০৪ নভেম্বর ২০১৫

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের হাইভোল্টেজ ম্যাচে ফরাসি চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইনের বিপক্ষে  (পিএসজি)  জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে প্যারিস সেন্ট জার্মেই`কে ১-০ গোলে হারিয়ে `এ` গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ।

ম্যাচের শুরু থেকেই সাবেক রিয়াল তারকা ডি মারিয়া ও ইব্রাহিমোভিচের আক্রমণে চাপের মুখে থাকে বেনিতেজের শীষ্যরা। নিজেদের ডিফেন্স সামলে আস্তে আস্তে খেলায় ফেরে রিয়াল। এরই ধারাবাহিকতায় ম্যাচের ৩৫ মিনিটে দলকে লিড এনে দেন মার্সেলো`র বদলি হিসেবে নামা ডিফেন্ডার নাচো।

এক মিনিট পরেই সমতায় ফেরার সুযোগ পায় পিএসজি। রেবিওটের বাঁকানো শট ঝাঁপিয়ে রুখে দেন রিয়ালের গোলরক্ষক নাভাস। আরও এক মিনিট পর ম্যাক্সওয়েলের বাড়ানো কোনাকুনি শট থেকে হেড করলেই গোলের দেখা পেতে পারতেন কাভানি কিংবা পা ছোঁয়ালেই দলকে সমতায় ফেরাতে পারতেন ইব্রা। প্রথমার্ধ ১-০ গোলের লিড নিয়েই মাঠ ছাড়ে রোনালদো-ক্রুস`রা।

দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে পিএসজি। ম্যাচে ৪৭ মিনিটের মাথায় ডি মারিয়ার শট প্রতিহত করেন নাভাস। খেলার ৮৮ মিনিটে ফ্রি-কিক নেন ডি মারিয়া। আর্জেন্টাইন এ তারকার নেওয়া বাঁকানো শটটি গিয়ে রিয়ালের গোলবারে লেগে ফিরে আসে। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক রিয়াল মাদ্রিদ।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।