বাড্ডা থেকে অপহৃত মুজিবর উদ্ধার


প্রকাশিত: ০৫:৩৬ এএম, ০৪ নভেম্বর ২০১৫

রাজধানীর বাড্ডা থেকে অপহৃত মুজিবর রহমান খলিফাকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাকে উদ্ধার করে বাড্ডা থানা পুলিশ। এ সময় আবদুল আওয়াল আক্কাস (৩০) ও বিল্লাল (২৫) নামে দুই অপহরণকারীকে আটক করা হয়েছে।

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, মুজিবরের বাড়ি চাঁদপুরে। সেখানে সে শিশুদের সুন্নতে খাৎনার কাজ করেন। অপহরণকারীরা এ কাজের জন্য তাকে ঢাকায় ডেকে এনে অপহরণ করে।
 
তিনি জানান, অপহরণের দিন রাতে বাড্ডার ডিআইটি রোডের একটি বাড়িতে আটকে রেখে পরিবারের কাছে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা। পরে মুক্তিপণ নিয়ে নারায়নগঞ্জ যেতে বলে অপহরণকারীরা। তবে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে বাড্ডা থানা পুলিশের এক অভিযানে মুজিবরকে হাত-পা-মুখ বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়।
 
আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের কাছে রিমান্ড চাওয়া হবে বলে জানান এসআই আমিনুল।
 
এআর/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।