রাবিতে গ্রেনেড সদৃশ বস্তু উদ্ধার


প্রকাশিত: ০৪:১৮ এএম, ০৪ নভেম্বর ২০১৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় মসজিদের পাশ থেকে একটি গ্রেনেড সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে মসজিদের সামনের মাঠ থেকে এটি উদ্ধার করা হয়।

জানা যায়, সকালে কেন্দ্রীয় মসজিদ চত্বরে ঘাস কাটতে আসা এক ব্যক্তি গ্রেনেডটি পড়ে থাকতে দেখে আশপাশের লোকজনসহ নগরীর মতিহার থানায় খবর দেয়। পরে পুলিশ এসে জায়গাটি ঘিরে রাখে। বর্তমানে অনেক শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা গ্রেনেডটি দেখতে সেখানে ভিড় করছেন।

ঘটনাস্থলে থাকা নগরীর মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর সাংবাদিকদের বলেন, কেন্দ্রীয় মসজিদ চত্বরে একটি গ্রেনেড পড়ে আছে। তবে সেটি সক্রিয় কি নিস্ক্রিয় সেটা বলা সম্ভব হচ্ছে না। র‌্যাব-৫ এর বোমা বিশেষজ্ঞ টিমকে খবর দেয়া হয়েছে। বর্তমানে টিমটি জয়পুরহাটে অবস্থান করায় শিগগিরই গ্রেনেডটি উদ্ধার করে নিস্ক্রিয় করা সম্ভব হচ্ছে না। র‌্যাবের বোমা বিশেষজ্ঞ টিম যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত মসজিদ চত্বরে গ্রেনেডটিকে সর্তকতার সঙ্গে ঘিরে রাখা হবে।

তিনি আরো বলেন, কে বা কারা গ্রেনেডটি রেখে গেছে জানা যায়নি। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর তারিকুল হাসান জাগো নিউজকে বলেন, মসজিদ চত্বরে গ্রেনেড পড়ে আছে এটি চিন্তার বিষয়। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করতে বলেছি। তারা বিষয়টি খতিয়ে দেখবে।

রাশেদ রিন্টু/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।