গাজীপুরে ঝুটের গুদামে অগ্নিকাণ্ড


প্রকাশিত: ০৪:০০ এএম, ০৪ নভেম্বর ২০১৫

গাজীপুর মহানগরীর কোনাবাড়ির আমবাগ এলাকায় একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে গাজীপুরের জয়দেবপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের কর্মীরা আগুন নেভায়।

গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হাসিবুর ইসলাম জানান, রাত সাড়ে ৩টার দিকে আমবাগ এলাকায় একটি ঝুটের গুদামে আগুন লাগে। খবর পেয়ে জয়দেবপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের কর্মীরা প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। আগুনে ওই গোডাউনের আব্দুল করিম, শহিদুল ইসলাম, আব্দুল মোতালেব, আ. হালিম, মোশারফ ও রেজাউলের মালিকানাধীন ৬টি কক্ষে থাকা ঝুট, গোডাউনের টিন-কাঠ পুড়ে গেছে।

DSC

তিনি আরও জানান, বিড়ি-সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সৃষ্টি এবং ক্ষয়-ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লাখ টাকা হবে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
            
আমিনুল ইসলাম/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।