কড়াইল বস্তিতে বাথরুম থেকে শিশুর মরদেহ উদ্ধার
রাজধানীর বনানী থানাধীন কড়াইল বস্তির একটি বাসার বাথরুম থেকে মিম আক্তার (৪) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম জানান, সকাল ৮টা থেকে মিমকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ওই এলাকার মসজিদে মাইকিং করা হয়। পরে বাথরুমে গিয়ে তার মরদেহ দেখতে পায় পরিবারের লোকজন। শিশুর মুখে আঘাত দেখা গেছে।
পুলিশের ধারণা- এটি স্বাভাবিক মৃত্যু নয়। তবুও তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
তার গ্রামের বাড়ি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার রাতুলী গ্রামের। তার বাবার নাম লিটন। বর্তমানে বনানী কড়াইল জামাই বাজার বস্তির হিমেলা বেগমের বস্তিতে পরিবারের সঙ্গে থাকতেন।
মা রুখসানা আক্তার বাসা বাড়িতে কাজ করেন। বাবা পেয়ারা বিক্রেতা।
এফআর/পিআর