জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিও খেলবে বাংলাদেশ


প্রকাশিত: ১০:৪৫ এএম, ০৩ নভেম্বর ২০১৫

নিরাপত্তা ঝুঁকির কারণে বাংলাদেশ সফর স্থগিত করে অস্ট্রেলিয়া। আর এই স্থগিতের কারনে হঠাৎ করেই আন্তর্জাতিক ম্যাচ থেকে বেশ লম্বা গ্যাপে পড়ে যাচ্ছিলো বাংলাদেশের ক্রিকেট। আর এই লম্বা গ্যাপে ঘাটতি পুষিয়ে নিতে জিম্বাবুয়ের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ এগিয়ে নভেম্বরে নিয়ে আসে বিসিবি। আর সিরিজের টেস্ট ম্যাচ খেলার কথা জানুয়ারিতে।

তবে এবার আগামী জানুয়ারিতে জিম্বাবুয়ের সাথে টেস্ট সিরিজের পাশাপাশি ২টি টি-টোয়েন্টি ম্যাচও যোগ করার পরিকল্পনা করছে বিসিবি। মূলত ফেব্রুয়ারি-মার্চ-এপ্রিলে এশিয়া কাপের টি-টোয়েন্টি আসর ও টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখেই এমন কথা ভাবছে বিসিবি।

এ সম্পর্কে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন বলেন, জানুয়ারিতে জিম্বাবুয়ের সাথে আমরা শুধুই টেস্ট খেলব না। কিছু টি-টোয়েন্টিও খেলব। ওরাও(জিম্বাবুয়ে) ওদের আগ্রহেই খেলবে।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।