দুধ চুরির অভিযোগে দোকান কর্মচারীকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৫:২৬ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২০

চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজারে দুধ চুরির অভিযোগে রাসেল (২০) নামের এক দোকান কর্মচারীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। পুলিশ এ ঘটনায় দোকান মালিক ও এক কর্মচারীকে আটক করছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রিয়াজউদ্দিন বাজারের এসএস টাওয়ারের একটি দোকানে এ ঘটনা ঘটে।

নিহত রাসেল নগরের আইসফ্যাক্টরি রোডে ভাড়া বাসায় থাকতেন। তিনি নেত্রকোনা জেলার আফাজ উদ্দিনের ছেলে। আটক দুজন হলেন- দোকান মালিক আরমান ও কর্মচারী ইউনুস।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জাগো নিউজকে বলেন, ‘রিয়াজউদ্দিন বাজারে একটি দোকানের গোডাউন থেকে গুঁড়ো দুধ ও চা-পাতা চুরির অভিযোগে দোকান কর্মচারী রাসেলকে বেধড়ক মারধর করা হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় পিটুনিতে রাসেল মারা যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ সময় দোকান মালিক আরমান ও ওই দোকানের আরেক কর্মচারী ইউনুসকে আটক করা হয়।’

এ ঘটনায় এখনও কোনো মামলা দায়ের হয়নি বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

আবু আজাদ/এফআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।