যবিপ্রবিতে ‘সাংস্কৃতিক সপ্তাহ’ উদযাপন
নভেম্বর মাসের প্রথম সপ্তাহকে `সাংস্কৃতিক সপ্তাহ` হিসেবে পালন করছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। এর অংশ হিসেবে মঙ্গলবার সকাল ১০টার দিকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আব্দুস সাত্তারের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে পথযাত্রা বের করা হয়। পদযাত্রাটি অনুষদ ভবনের সামনে গিয়ে শেষ হয়।
পরে অনুষদ ভবনের গ্যালারিতে `বিজ্ঞান ও প্রযুক্তিগত শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা অতীব প্রয়োজন` বিষয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আব্দুস সাত্তার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ট্রেজারার প্রফেসর শেখ আবুল হোসেন।
অনুষ্ঠানে ডিনদের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রফেসর ড. আনিছুর রহমান, ড. জিয়াউল আমিন, ড. বিপ্লব কুমার বিশ্বাস ও ড. সাইবুর রহমান মোল্যা। শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রফেসর ড. শেখ মিজানুর রহমান। সপ্তাহব্যাপি এ `সাংস্কৃতিক সপ্তাহ` অনুষ্ঠানে থাকছে নৃত্য, আবৃত্তি, যন্ত্র সঙ্গীত, সঙ্গীত (৬টি ধারায়) বিতর্ক, গল্প বলা, অভিনয়।
মিলন রহমান/এসএস/আরআইপি