হেমন্তে ত্বকের যত্ন নেবেন যেভাবে


প্রকাশিত: ০৮:৫০ এএম, ০৩ নভেম্বর ২০১৫
মডেল : নওরীন

এখন হেমন্তকাল। আর এই হেমন্তের কাঁধে ভর দিয়েই আসন গেড়ে বসতে চাইছে শীত। একটি ঝলমলে দিন কাটিয়ে দিলেও রাতের বেলা হালকা শীত কিন্তু আপনাকে খানিকটা কাবু করতে চাইবে। প্রকৃতির রূপ পরিবর্তনের এই সময়ে সবচেয়ে বেশি প্রভাব পড়ে আমাদের ত্বকে। তাই এখন থেকেই ত্বকের জন্য প্রয়োজন পড়বে বাড়তি যত্নের।

শীতের আগে তৈলক্ত ত্বক মুখ ধোয়ার পর শুষ্ক লাগে। অয়েলি স্কিন ময়েশ্চারাইজ করতে ১০০ মিলি লিটার গোলাপ জল আর এক চা চামচ গ্লিসারিন ভালো করে মিশিয়ে একটি বায়ুরোধক বোতলে ফ্রিজের মধ্যে রাখুন, যখনই শুষ্ক লাগবে লাগিয়ে নিন। শীতের আগে ফ্রুট ফেসিয়ালও খুবই উপকারী। কলা, আপেল, পেঁপে, কমলা লেবু একসঙ্গে মিশিয়ে মুখে লাগাতে পারেন বা আলাদা আলাদা করেও লাগাতে পারেন। ফ্রুট ফেসিয়াল নিয়ে পরে ভালো করে আলোচনা করা হবে।

শীত আসার সঙ্গে সঙ্গে সূর্যের তাপ খুব বেড়ে যায় তাই অবশ্যই বাইরে বেরোনোর আগে ভালো করে সানস্ক্রিন লাগাতে ভুলবেন না যেন। মনে রাখবেন যত বেশি সান এক্সপোসার হবে ত্বক তত বেশি আদ্রতা হারাবে। আর দিনের বেলা বাইরে বেরোলে অবশ্যই সানগ্লাস ব্যবহার করুন।

শীতের আগে শুষ্ক ত্বকের একটু বেশি যত্ন দরকার অন্য যে কোনো সময়ের তুলনায়। আপনার ত্বক যদি শুষ্ক হয় তাহলে দিনে দু’বার এমন একটা ক্লিনজিং জেল দিয়ে মুখ পরিষ্কার করুন যাতে অ্যালোভেরা আছে। এক চা চামচ গুঁড়া দুধ, গোলাপজল আর আধা চামচ মধু মিশিয়ে একটা প্যাক তৈরি করুন, মুখে ২০ মিনিট লাগিয়ে রেখে পানি দিয়ে তুলে ফেলুন। সপ্তাহে তিনদিন এই প্যাক লাগান।

শীত আসার শুরু থেকে অবশ্যই মেকআপ করার আগে লিকুইড ময়েশ্চারাইজার ব্যবহার করুন। সম্ভব হলে হাতের কাছে সব সময় কোনো ভালো ময়েশ্চারাইজিং ক্রিম রাখুন আর মাঝে মাঝে তা মুখে লাগিয়ে নিন। ঠোঁটের জন্য আমন্ড অয়েল বা আমন্ড ক্রিম সারা রাত লাগিয়ে রাখুন।

এইচএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।