তিন মহাদেশের চার উৎসবে সুতপার ঠিকানা


প্রকাশিত: ০৮:৩৮ এএম, ০৩ নভেম্বর ২০১৫

সরকারী অনুদানে নির্মিত প্রসূন রহমানের প্রথম পুর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সুতপার ঠিকানা’। ছবিটি চলতি বছরের মে মাসে মুক্তি পেয়েছে। শুধুমাত্র সিনেপ্লেক্সগুলোতে মুক্তি পাওয়ায় বিকল্প পদ্ধতিতে প্রদর্শন করছেন বাংলাদেশের বিভিন্ন জেলা ও বিশ্ববিদ্যালগুলোতে।

আসছে ডিসেম্বরে বাণিজ্যিকভাবে মুক্তি পাচ্ছে মালয়েশিয়ার ৪টি সিনেপ্লেক্সে। ছবিটি খুব শিগগির অংশ নিতে যাচ্ছে ৩ মহাদেশের আরো ৪টি চলচ্চিত্র উৎসবে।
 
তারমধ্যে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিতব্য ৪র্থ দিল্লি আর্ন্তজাতিক চলচ্চিত্র উৎসবে ওর্য়াল্ড সিনেমা বিভাগে প্রদর্শিত হবে সুতপার ঠিকানা। উৎসবে নির্মাতার পক্ষ থেকে অংশগ্রহন করবেন সুতপার ঠিকানার চিত্রগ্রাহক বায়েজীদ কামাল।

একই সময়ে স্পেনের মার্বেলায় অনুষ্ঠিতব্য ‘আই ফিল্মমেকার্স ফিল্ম ফেস্টিভ্যাল’- এও প্রদর্শিত হবে সুতপার ঠিকানা। সেখানে অংশগ্রহণ করবেন সুতপার ঠিকানার সংগীত পরিচালক কুমার বিশ্বজিৎ ও শিশু শিল্পী কুমার নিবিড়।

তার আগে চলতি মাসের শেষ সপ্তাহে অস্ট্রেলিয়ার মেলবোর্নে সুতপার ঠিকানা প্রদর্শিত হবে ‘ফিনিক্স ফিল্ম ফেস্টিভ্যাল’এ। আর ডিসেম্বরের ২য় সপ্তাহে ইটালির ‘লুমিয়ের ফিল্ম ফেস্টিভ্যাল’এ সুতপার ঠিকানা লড়বে প্রতিযোগীতা বিভাগে। এছাড়া আগামী জানুয়ারীতে অনুষ্টিতব্য ঢাকা আর্ন্তজাতিক ফিল্ম ফেস্টিভালেও ছবিটি এশিয়ান সিনেমা বিভাগে প্রদর্শিত হবে।

উৎসবে অংশগ্রহণ প্রসঙ্গে চলচ্চিত্রটির নির্মাতা প্রসূন রহমান জানান, ‘অনুদানের চলচ্চিত্রের ক্ষেত্রে উৎসবে অংশগ্রহণের চাইতে দেশের মানুষকে দেখানোর ব্যাপারেই আমার আগ্রহ বেশি। তবে কোনো উৎসবের প্রতিযোগীতা বিভাগে পুরস্কার পাওয়ার সম্ভাবনা থাকলে সেখানে নিশ্চয়ই যোগ দেয়া যেতে পারে।’

উল্লেখ্য, সুতপার ঠিকানা আর্ন্তজাতিক উৎসবে অংশগ্রহণ করছে এর ইংরেজী নাম ‘হার ওন অ্যাড্রেস’ (Her Own Address) নিয়ে।   

সুতপার ঠিকানার সাফল্যের ঝুড়িতে এরইমধ্যে ইন্দোনেশিয়ার ‘ফিল্ম ফেস্টিভ্যাল ফর পিস এন্ড ইক্যূয়ালিটি’তে ‘ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড অফ মেরিট’ পুরস্কার যোগ হয়েছে। এটি প্রদর্শিত হয়ে প্রশংসিত হয়েছে আমেরিকার মায়ামি ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যালে।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।