মৃতদেহ সাজিয়ে রাখা হয় যে গ্রামে


প্রকাশিত: ০৭:৫৪ এএম, ০৩ নভেম্বর ২০১৫

প্রিয়জনদের রেখে মৃত্যুর কাছে হার মানাই জীবনের সবচেয়ে হৃদয়বিদারক ঘটনা। কাছের মানুষদের মৃত্যু কেউ সহজে মেনে নিতে পারে না। তারা পাশে থাকবে না, তাদের হাতের স্নেহপূর্ণ স্পর্শ পাওয়া যাবে না কঠিন হলেও এ চরম সত্যকে মেনে নিতে হয়।

তবে কোথাও কোথাও বোধহয় মানুষ সত্যিই অতীতকে আঁকড়ে বাঁচতেই ভালবাসে। এমনই এক জায়গা ইন্দোনেশিয়ার তোরাজা গ্রাম। এখানে মানুষ প্রিয়জনদের স্পর্শ পেতে তাদের কবর থেকেও তুলে আনেন। অন্যভাবে বললে, ইন্দোনেশিয়ায় মরেও যেন শান্তি নেই।

ওই গ্রামের বাসিন্দারা তাদের মৃত স্বজনদের কবর থেকে তুলে আনার পরে গোসল করিয়ে জম্বির পোশাকে সুন্দর করে সাজিয়ে রাখেন। শিশুদের সাজিয়ে পাশে শুইয়ে দেওয়া হয় তার প্রিয় খেলনা। এই রীতিকে বলা হয় মানেনে। অর্থাৎ মৃতদেহ পরিষ্কার করার উৎসব।

dead-body

কিছুটা প্রাচীন বিশ্বাস, আর কিছুটা স্মৃতি আঁকড়ে বেঁচে থাকার তাগিদই এমন এক কাজ করতে উৎসাহ দেয় তাদের। তোরাজান গ্রামের মানুষের বিশ্বাস, মৃত্যুর পর প্রত্যেক মানুষের আত্মা ঘরে ফিরে আসে। তাই যাত্রাপথে বা গ্রাম থেকে দূরে কারও মৃত্যু হলে মৃতদের তাদের সঙ্গে ‘হাঁটিয়ে’ গ্রামে ফিরিয়ে আনতেন আত্মীয়রা।

রীতি প্রাচীন হলেও এ কাজ কতটা আইনসঙ্গত তা নিয়ে ভাবতে চায় না তোরাজা গ্রামের লোকজন। তাই যত দিন কোনো বাধা না আসে তত দিন নিজেদের বিশ্বাসেই বাঁচতে চায় তারা।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।