সিলেটে খন্ড খন্ড মিছিলে হরতাল পালিত


প্রকাশিত: ০৭:৩৮ এএম, ০৩ নভেম্বর ২০১৫

লেখক-প্রকাশক হত্যা ও হামলার প্রতিবাদে গণজাগরণ মঞ্চের ডাকা আর্ধবেলা হরতাল সিলেটে শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। মঙ্গলবার হরতাল চলাকালে নগরের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। অন্যান্য দিনের তুলনায় যানবাহন চলাচল ছিল কম। সকাল সাড়ে ছয়টা থেকে সিলেট গণজাগরণ মঞ্চের কর্মীরা খন্ড খন্ড মিছিল করেছেন।

নগরের কোর্ট পয়েন্ট, লামাবাজার, সোবহানীঘাট, উপশহর পয়েন্ট, বন্দরবাজার, জিন্দাবাজার, রিকাবীবাজার, আম্বরখানা, কদমতলী বাসটার্মিনাল এলাকাগুলোতে দোকান-পাট খোলা ছিল। তবে সকাল থেকে নগরে রিকশা-অটোরিকশা চলাচল করতে দেখা গেলেও ভারি যানবাহন বন্ধ ছিল। মহাসড়কেও কম ছিল যাত্রীবাহী বাস বা ভারি যানবাহন চলাচল।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ রহমত উল্লাহ জানান, হরতালে নগরে ছিল বাড়তি নিরাপত্তা। শান্তিপূর্ণভাবেই হরতাল শেষ হয়েছে।

এদিকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত সমাবেশে গণজাগরণ মঞ্চের মুখ্যপাত্র দেবাশীষ দেব বলেছেন, অবিলম্বে হামলাকারী মৌলবাদী-ধর্মান্ধ জঙ্গীদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তি নিশ্চিত করা না হলে আরও কঠোর কর্মসূচি নিয়ে আমরা রাজপথে থাকবো।

ছামির মাহমুদ/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।