বাংলাদেশের উচ্ছ্বসিত প্রশংসা করলেন শচীন


প্রকাশিত: ০৭:৩০ এএম, ০৩ নভেম্বর ২০১৫

বাংলাদেশ ক্রিকেট দলের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন ভারতের কিংবদন্তী ক্রিকেটার শচীন টেন্ডুলকার। পাশাপাশি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানেরও প্রশংসা করেন তিনি। নিউ ইয়র্ক সময় সোমবার বিকালে ম্যাটহাটানের মেরিয়ট মাকুয়ের্স হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এমনটাই বলেছেন ভারতের এই কিংবদন্তী।

সংবাদ সম্মেলনে শচীন বলেন, সম্প্রতি সময়ে বাংলাদেশ ক্রিকেট দল খুবই ভাল খেলছে। বাংলাদেশ দলের সাকিব আল হাসানের মতো বিশ্ব মানের খেলোয়াড় রয়েছে। সাকিব এখন বিশ্বের সেরা অলরাউন্ডার তাতে কোন সন্দেহ নেই। সে এখন একদিনের আন্তর্জাতিক ক্রিকেটেও টপ ওয়ান অলরাউন্ডার। বাংলাদেশ যে ক্রিকেটে এগিয়ে যাচ্ছে তা আমি নিঃসংকোচে বলতে চাই। তাদের অগ্রগতি ডিভেন্ডার্স।

বাংলাদেশকে কখনো ভুলতে পারবেন বলেও জানান টেন্ডুলকার। ২০১১ বিশ্বকাপে বাংলাদেশে এসে দর্শকদের পাওয়া ভালবাসার কথা উল্লেখ করে বলেন, ২০১১ সালের বিশ্বকাপের কথা। আমরা খেলার একদিন আগে শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলন করছিলাম। পরদিন আমাদের ম্যাচ। অনুশীলনের সময় আমরা স্টেডিয়ামের বাইরে প্রচন্ড আওয়াজ শুনছিলাম। জানতে চাইলাম কি হচ্ছে বাইরে? আমাদের জানালো হলো ৪০ থেকে ৫০ হাজার ভক্ত আমাদের দেখার জন্য স্টেডিয়ামে এসেছে। কিন্তু তারা ঢুকতে পারেনি। খেলার দিনও বাংলাদেশের মানুষের সমর্থন ছিলো অফুরন্ত। বাংলাদেশের মানুষের এই ভালবাসা আমি কোন দিন ভুলতে পারবো না।

আমেরিকায় ক্রিকেটকে জনপ্রিয় করার লক্ষ্যে নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস ও টেক্সাসে তিনটি টি-টোয়েন্টি ম্যাচের আয়োজন করা হয়েছে। সেখানে অংশ নেবেন শচীন টেন্ডুলকার এবং শেন ওয়ার্নসহ আরও সাবেক ২৬ জন তারকা।

আরটি/এমআর /এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।