ছেলেকে ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা


প্রকাশিত: ০৬:৫৮ এএম, ০৩ নভেম্বর ২০১৫

রাজধানীর গুলশানে ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যায় নির্দোষ রাসেলকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেছে তার মা আফরোজা আক্তার। একই সঙ্গে ছেলেকে ফিরে পেতে প্রধানমন্ত্রী হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে রাসেলের পরিবারের পক্ষ থেকে এ অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে আফরোজ আক্তার বলেন, গত ১০ অক্টোবর আনুমানিক বেলা ১১টার দিকে আমার ছেলে (রাসেল) তার বাবার সঙ্গে বাসায় টেলিভিশন দেখছিল।এ সময় ৪ জন লোক হঠাৎ করে আমার দক্ষিণ বাড্ডার বাসায় ঢুকে জোর করে তুলে নিয়ে যায়। এরপর থেকে আমরা তাকে অনেক জায়গায় খোঁজ করে্ও সন্ধান পাইনি। গত ২৬ অক্টোবর ঢাকা মহানগরীর পুলিশ কমিশনার সংবাদ সম্মেলন করলে সেখানে রাসেলকে দেখতে পাই।

তিনি আরো বলেন, ঢাকা পুলিশ কমিশনারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে তাবেলা সিজার হত্যাকাণ্ডের সঙ্গে রাসেল জড়িত।এমতাবস্থায় আমি ও আমার পরিবার ভীষণ বিপদে দিন পার করছি। তার ছেলে নির্দোষ এবং ষড়যন্ত্রের শিকার বলেও মন্তব্য করেন তিনি ।

প্রকৃত দোষীদের শাস্তি দাবি করে তিনি বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে সকল সত্য বের করে আমার নির্দোষ ছেলেকে মুক্তির ব্যবস্থা করা হোক।

সংবাদ সম্মেলনে রাসেল বাবা শাজাহান চৌধুরীসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
 
এএস/জেডএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।