নেত্রকোনায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন


প্রকাশিত: ০৬:২১ এএম, ০৩ নভেম্বর ২০১৫

নেত্রকোনায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্দুল হামিদ এর আদালত। মঙ্গলবার বেলা ১১ টায় এ রায় ঘোষণা করা হয়।

মামলার বিবরণে জানা যায়, নেত্রকোনার মদন উপজেলার বৃবড়িকান্দি গ্রামে ২০০৬ সালের ২৮ আগস্ট পারিবারিক কলহের জের ধরে স্বামী পরিতোষ সামান্ত কোদাল দিয়ে মাথায় কুপিয়ে স্ত্রী রতনা রানীকে গুরুতর আহত করে। পরে প্রথমে তাকে মদন হাসপাতালে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান।

এ ঘটনায় নিহত রতনা রানীর ছোট বোন সুপ্তা রানী বাদী হয়ে মদন থানায় হত্যা মামলা দায়ের করলে পুলিশ ২০০৭ সালের ২২ জানুয়ারি আসামির বিরুদ্ধে চার্জশিট দেয়। পাঁচজন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এই রায় দেন।

কামাল হোসাইন/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।