চট্টগ্রামের ডিআইজিকে দুদকে তলব


প্রকাশিত: ০৫:৪৯ এএম, ০৩ নভেম্বর ২০১৫

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান প্রক্রিয়ায় দাখিলকৃত সম্পদ বিবরণী যাচাইয়ে চট্টগ্রাম বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি) অসীম কান্ত পালকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার বিকেলে তাকে তলব নোটিশ পাঠান দুদকের উপ-পরিচালক মোহাম্মদ আবদুস সোবহান। ১৫ নভেম্বর সকাল ১০টায় তাকে দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।

এদিকে চার কোটি টাকা আত্মসাৎ মামলার তদন্তে প্রাইম ব্যাংকের দুই ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরসহ (ডিএমডি) ৮ কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ করেছে দুদক। রোববার দুদকের সহকারী পরিচালক আনোয়ার প্রধান তাদের সাক্ষ্য রেকর্ড করেন।

সাক্ষ্য দিয়েছেন- প্রাইম ব্যাংকের ডিএমডি হাবিবুর রহমান, সাবেক ডিএমডি এএসএম আনিসুল কবির, প্রধান কার্যালয়ের ভাইস প্রেসিডেন্ট (ভিপি) মো. মোজাহিদ কবির, ইভিপি মো. মশিউর রহমান, এভিপি গিয়াস উদ্দিন আহম্মেদ, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার (এসইও) মোহাম্মদ ফজলুর রহমান পাটোয়ারি এক্সিকিউটিভ অফিসার (ইও) লুৎফুন নাহার ও সিনিয়র অফিসার মো. আবদুস সবুর।

দুদক সূত্র জানায়, বিল-ভাউচার টেম্পারিং ও প্রতারণার মাধ্যমে প্রাইম ব্যাংকের ৩ কোটি ৯২ লাখ ১৯ হাজার ১৪ টাকা আত্মসাৎ করে জালিয়াত চক্র। এ ঘটনায় ৯ মার্চ এ অভিযোগে ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ ফজলুর রহমান পাটোয়ারী বাদী হয়ে মতিঝিল থানায় মামলাটি করেন। আসামি করা হয়- ব্যাংকটির সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মীর মো. সাইফুল ইসলাম, সাবেক সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মো. শাহজাহান আলী সরকার, সাবেক ফ্যাসিলিটি স্টাফ মো. সালমান এফ রহমান ওরফে বাবু ও মো. জুলফিকার আলীকে। মামলাটি তদন্ত করছেন দুদকের সহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধান।

এসএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।