অবৈধ বিলবোর্ড-সাইনবোর্ড অপসারণে আজও মাঠে ডিএনসিসির টিম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২৮ এএম, ১৭ সেপ্টেম্বর ২০২০

অডিও শুনুন

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় অবৈধ বিলবোর্ড, সাইনবোর্ড, শপ সাইন, প্রজেক্ট সাইন অপসারণে আজ বৃহস্পতিবারও অভিযানে মাঠে নেমেছে ডিএনসিসির অভিযান পরিচালনাকারী টিম।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) গুলশান ২ নম্বর, বনানী ১১ নম্বর রোড এবং প্রগতি সরণি এলাকায় এই অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন ডিএনসিসির প্রধান জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন।

এর আগে গতকাল বুধবার একই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। বুধবার ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেটদের পরিচালনায় গুলশান বনানী ও প্রগতি সরণিতে প্রায় ৬২০টি অবৈধ সাইনবোর্ড উচ্ছেদ করা হয়।

এছাড়া স্পট নিলামের মাধ্যমে এসব সাইনবোর্ড ও অন্যান্য মালামাল এক লাখ ৭৯ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়। ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা করা, ট্রেড লাইসেন্স না থাকা এবং অন্যান্য অপরাধে ৯৭ হাজার টাকা জরিমানা করা হয়।

এএস/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।