পলাতক আসামিদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে


প্রকাশিত: ০৫:২৮ এএম, ০৩ নভেম্বর ২০১৫

জাতীয় চার নেতা হত্যা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতার ম্যুরালে পুষ্পস্তবক অর্পন ও মিলাদ মাহফিল শেষে তিনি একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রীয়ভাবে সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। অনেক দেশের সঙ্গেই আমাদের বন্দি বিনিময় চুক্তি নেই। তাই এসব বিষয়ে আন্তর্জাতিক প্রক্রিয়া মেনেই তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা নেয়া হচ্ছে।
প্রধানমন্ত্রী সোহরাওয়াদী উদ্যানে জেল হত্যার পলাতক আসামিদের ফিরেয়ে আনার ব্যাপারে যা বলেছেন তাই চূড়ান্ত। সে অনুযায়ী চেষ্টা চলছে বলে জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সাহারা খাতুন, হাজী সেলিম, জাতীয় চারনেতার আত্মীয় স্বজনরা।

জেইউ/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।