শিবসেনার হুমকিতে হোটেল বন্দী তাহির


প্রকাশিত: ০৫:২২ এএম, ০৩ নভেম্বর ২০১৫

দক্ষিণ আফ্রিকার হয়ে খেললেও জাতিতে পাকিস্তানি বলে শিবসেনাদের রোষানলে পড়েছেন ইমরান তাহির। শিবসেনাদের হামলার হাত থেকে বাঁচতে তাই সারাদিন হোটেল বন্দী হয়ে থাকতে হচ্ছে প্রোটিয়া এই স্পিনারকে। এমন সংবাদই প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো।

পাকিস্তানি বংশোদ্বূত দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেটার তার স্ত্রী ও সন্তানকে নিয়ে মুম্বাইয়ের হাজি আলি দরগা যেতে চেয়েছিলেন। মুম্বাইয়ের আরও কয়েকটি দর্শনীয় স্থানও ঘুরে দেখতে চেয়েছিলেন তাহির। শপিং মলে গিয়ে কিছু কেনাকাটার ইচ্ছাও ছিল তার। কিন্তু সম্ভাব্য আক্রমণ ঠেকাতে তাকে বন্দী অবস্থায় থাকতে হচ্ছে।

সম্প্রতি ভারত-পাকিস্তান সিরিজ নিয়ে বৈঠক বন্ধের দাবিতে মুম্বাইয়ে বিসিসিআইয়ের অফিসে গিয়ে বোর্ড সভাপতি শশাঙ্ক মনোহরের ওপর হামলা করেন শিবসেনার সমর্থকরা। এর জের ধরেই তাহিরকে হোটেল থেকে বেরোতে নিষেধ করা হয়। যদিও দক্ষিণ আফ্রিকা দল একথা স্বীকার করেনি।

আরটি/এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।