কম্পিউটার গেমসে বাড়বে মস্তিষ্কের কার্যক্ষমতা


প্রকাশিত: ০৫:১৮ এএম, ০৩ নভেম্বর ২০১৫

যেসব কম্পিউটার গেমসে যুক্তি ও স্মরণশক্তির ধাঁধা সমাধান করতে হয় বয়স্ক মানুষদের জন্য তা খুবই উপকারী। এ গেমসকে বলা হচ্ছে ব্রেইন ট্রেইনিং অর্থাৎ এর মাধ্যমে মস্তিষ্ককে এক ধরণের বিশেষ প্রশিক্ষণ দেয়া হয়। ফলে মানুষের মস্তিষ্কের কার্যক্ষমতা বেড়ে যায়। লন্ডনের কিংস কলেজের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

মেডিকেল জার্নাল জামদায় প্রকাশিত ওই গবেষণায় বলা হয়েছে, এ ধরণের প্রশিক্ষণের ফলে বয়স্ক মানুষেরা তাদের দৈনন্দিন কাজকর্ম যেমন বাজার করা, রান্না করা এবং নিজের পয়সাকড়ির হিসেব সহজে রাখতে পারবেন।

গবেষকেরা দেখতে পেয়েছেন, এর ফলে মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি পায়। কিন্তু মস্তিষ্ককে এ ধরণের বিশেষ প্রশিক্ষণ দিলে তা স্মৃতিভ্রংশ হওয়া ঠেকায় কিনা এখন তা নিয়ে গবেষণা শুরু করেছেন গবেষকেরা।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।