রাষ্ট্রপতির সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ


প্রকাশিত: ১০:৫১ পিএম, ০২ নভেম্বর ২০১৫

রাষ্ট্রপতি আবদুল হামিদ বাংলাদেশে আরো অধিক বিনিয়োগ করার জন্য মালয়েশিয়ার বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন। মালয়েশিয়ার হাইকমিশনার নরলিন বিনতি ওথমান সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে গেলে তিনি এ অনুরোধ জানান।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন জানান, বৈঠককালে রাষ্ট্রপতি বলেন, মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকরা বাংলাদেশ ও মালয়েশিয়া উভয় দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

রাষ্ট্রপতি বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন, দু’দেশের মধ্যে মন্ত্রী পর্যায়ে সম্প্রতি অনুষ্ঠিত বৈঠক উভয় দেশের সম্পর্ককে আরো সুদৃঢ় করতে সহায়ক হবে।

হাইকমিশনার নরলিন বিনতি ওথমান বলেন, মালয়েশিয়া বাংলাদেশকে ভালো বন্ধু হিসেবে বিবেচনা করে এবং তিনি বাংলাদেশের বন্ধু হিসেবে দুইদেশের মধ্যে সম্পর্ক আরো জোরদারের লক্ষ্যে তার প্রচেষ্টা অব্যাহত রাখবেন।

হাইকমিশনার বাংলাদেশে তার দায়িত্ব পালনকালে সার্বিক সহযোগিতার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান। পরে নবনিযুক্ত মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বৈঠককালে রাষ্ট্রপতি নতুন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে নতুন নতুন ধারণা ও উদ্ভাবনী চিন্তার প্রতিফলন ঘটানোর জন্য মন্ত্রিপরিষদ সচিবকে পরামর্শ দেন। এসময় রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।