সিলেটে শিশু সোবহান হত্যায় দুইজনের যাবজ্জীবন


প্রকাশিত: ০৯:৪২ পিএম, ০২ নভেম্বর ২০১৫

সিলেটের গোয়াইনঘাটে ১৩ বছরের শিশু সোবহান ইনসান হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন ও সাতজনকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক মোহাম্মদ ওয়ালিউল ইসলাম এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন জালাল উদ্দিন ও নুর মিয়া। পাশাপাশি তাদের দু’জনকে ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়।

১০ বছর করে দণ্ডপ্রাপ্তরা হলেন আসাব আলী, তাজুল ইসলাম, হাছন আলী, বিল্লাল উদ্দিন, কলিম উল্লাহ, আতর আলী ও সুরুজ আলী। তাদেরকে ৩০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেন আদালত। মামলার ১৪ আসামির মধ্যে মহরম আলী বিচার চলাকালে মারা যান। অন্যরা পলাতক রয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ২৪ জুলাই গোয়াইনঘাট উপজেলার গুরকাছি বাজারে নিজেদের ভিটায় দোকান কোটা নির্মাণ করছিলেন আব্দুল করিম ও তার ভাই মাওলানা আব্দুল মান্নান। এদিন প্রতিপক্ষের হামলায় আব্দুল করিমের ছেলে আব্দুস সোবহান ওরফে ইনসান গুরুতর আহত হলে পরদিন চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

এ ঘটনায় নিহতের চাচা মাওলানা আব্দুল মান্নান বাদি হয়ে ১৪ জনের বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি মোস্তফা দিলওয়ার আল আজহার, বাদি পক্ষে সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম এবং আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট মো. লালা ও মো. নূরুল হক।

পলাতকদের পক্ষে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট তমাল চন্দ্র নাথ।

ছামির মাহমুদ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।