নিরাপত্তা চেয়ে রম্যলেখক আহসান কবিরের জিডি


প্রকাশিত: ০৬:৩৫ পিএম, ০২ নভেম্বর ২০১৫

নিরাপত্তা চেয়ে রাজধানীর বনানী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন রম্যলেখক আহসান কবির। সোমবার সন্ধ্যায় তিনি এ জিডি করেন। গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোস্তাক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জাগো নিউজকে জানান, রম্যলেখক আহসান কবির বনানী থানায় একটি জিডি লিখেছেন। আমরা বিষয়টি জোর দিয়ে খতিয়ে দেখছি।

বনানী থানা পুলিশ সূত্র জানিয়েছে, আনসার আল ইসলাম নামে একটি জঙ্গি সংগঠনের ওয়েবসাইট ও টু্ইট বার্তায় বলা হয়, জাগৃতি প্রকাশনা থেকে অভিজিত রায় ও আহসান কবিরের বই ছাপানোর কারণেই ফয়সাল আরেফিন দীপনকে হত্যা করা হয়।

এরপর থেকেই নিজের নিরাপত্তাহীনতাই ভুগছিলেন আহসান কবির। পরে তিনি উদ্বিগ্ন হয়ে সোমবার সন্ধ্যায় থানায় এসে নিরাপত্তা চেয়ে জিডি লেখেন। জিডি নম্বর ১১৮।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন আহমেদ জানান, এখন ব্যস্ত আছি। এ বিষয়ে পরে আপনাকে জানাবো।

জেইউ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।