পূর্ণাঙ্গ রায় প্রকাশের আগে ফাঁসি কার্যকর বেআইনি


প্রকাশিত: ০৭:৪৮ এএম, ০৫ নভেম্বর ২০১৪

পূর্ণাঙ্গ রায় প্রকাশের আগে ফাঁসির রায় কার্যকর করা বেআইনি বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন। বুধবার দুপুরে সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতি ভবনে এক  সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

খন্দকার মাহবুব হোসেন বলেন, এখন শর্ট রায় প্রকাশ হয়েছে। আমরা আশা করব পূর্ণাঙ্গ রায় প্রকাশ হওয়ার পর আমাদের রিভিউ করার সুযোগ দেয়া হবে।

তিনি বলেন, যেহেতু আপিলে বিভক্তি রায় এসেছে সেজন্য রিভিউ করা আরো বেশি জরুরি। কথিত ও শোনা সাক্ষীর ওপর ভিত্তি করে রায় হয়েছে। ৪১, ৪২ বছর আগে কেন সোহাগপুরের কথা জানলো না। এখন হঠাৎ করে করুণ কাহিনী কোথা থেকে এসেছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট নজরুল ইসলাম, অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার, অ্যাডভোকেট সাইফুর রহমান, শিশির মনির, আসাদ উদ্দিন ও অ্যাডভোকেট তারিকুল ইসলাম।

উল্লেখ্য, একাত্তরের মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দিয়েছে আপিল বিভাগ। গত সোমবার সকাল ৯টা ১০ মিনিটে বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ বিচারপতির মতামতের ভিত্তিতে এ রায় ঘোষণা করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।