না.গঞ্জে বকেয়া বিলের দাবিতে দুই কর্মকর্তার রুমে তালা


প্রকাশিত: ০৩:০৭ পিএম, ০২ নভেম্বর ২০১৫

নারায়ণগঞ্জ শহরের কিল্লারপুল এলাকায় অবস্থিত বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন ড্রেজার পরিদপ্তরে ২০ কোটি টাকা বকেয়া বিলের দাবিতে দুই কর্মকর্তার রুমে তালা দিয়েছে বিক্ষুব্ধ ঠিকাদাররা।

সোমবার দুপুরে ড্রেজারের বিল ও ক্যাশ সেকশনের দুই কর্মকর্তার রুমে তালা লাগিয়ে দেয় শতাধিক ঠিকাদার। এতে করে ড্রেজার পরিদপ্তরে দেখা দেয় চরম উত্তেজনা।   

সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার দুপুরে শতাধিক ঠিকাদার ২০ কোটি টাকা বকেয়ার দাবিতে ড্রেজার পরিদপ্তরের কিল্লারপুলস্থ কার্যালয়ের ডেপুটি কালেকটর আঞ্চলিক হিসাবকেন্দ্রের কর্মকর্তা মো. ওয়ালীউল্লাহ ও হিসাবরক্ষক নূর ইসলামের কক্ষে তালা লাগিয়ে দেয়। এসময় তারা তাদের কক্ষে ছিলেন না। পরে ওই দুই কর্মকর্তা এসে দেখতে পান তাদের কক্ষে তালা লাগানো রয়েছে। বাহিরে ঠিকাদাররা অবস্থান করছে। এরপর দীর্ঘক্ষণ তারা তাদের কক্ষের সামনে অবস্থান করে চলে যান। সন্ধ্যা পর্যন্ত তাদের কক্ষে তালা লাগানো ছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ঠিকাদার জাগো নিউজকে জানান, ড্রেজার পরিদপ্তরে তাদের অন্তত ২০ কোটি টাকা বকেয়া রয়েছে। কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের বিল প্রদান নিয়ে টালবাহানা করছেন। এতে বিক্ষুব্দ ঠিকাদাররা বকেয়া বিলের দাবিতে দুই কর্মকর্তার রুমে তালা লাগিয়ে দিয়েছে।

ড্রেজার পরিদপ্তরের ঠিকাদার ও আওয়ামী লীগ নেতা জসিমউদ্দিন জাগো নিউজকে জানান, তিনি সোমবার স্কুলের জেএসসি পরীক্ষার কাজে ব্যস্ত ছিলেন। তিনি ড্রেজারে যাননি। কারা এ ঘটনা ঘটিয়েছে তা তিনি জানেননা।

এ বিষয়ে জানতে ড্রেজার পরিদপ্তরের প্রধান প্রকৌশলী মোশারফ হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।  

শাহাদাৎ হোসেন/ এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।