বদলির ছাড়পত্র নিয়ে দুনিয়া ছাড়লেন কৃষি কর্মকর্তা
জোরপূর্বক বদলি করে দেয়া শাহাজান আলী নামে এক কৃষি কর্মকর্তা ছাড়পত্র নিয়ে বাসায় ফিরেই মারা গেছেন। রোববার রাতে যশোর সদর উপজেলার হৈবতপুর বেলেহাট গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার দুপুরে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। শাহাজান আলী ঝিনাইদহের কালীগঞ্জ কৃষি অফিসে উন্নয়ন শাখায় উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
শাহাজানের সহকর্মীরা জানান, শাহাজান আলীকে ১৮ অক্টোবর ঝিনাইদহের কালীগঞ্জ কৃষি অফিস থেকে মাগুরার মহম্মদপুর অফিসে বদলি করেন যশোরাঞ্চলের অতিরিক্ত কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক খায়রুল আবরার। কিন্তু শাহাজান আলী তাকে কালীগঞ্জে রাখার অনুরোধ করেন। তবে তিনি বিষয়টি গুরুত্ব না দিয়ে ২৫ অক্টোবর জোরপূর্বক শাহাজানকে ঝিনাইদহ সদর অফিসে বদলি করেন। এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।
শাহাজানের মেজো ভাই শাহাবুদ্দিন মুঠোফোনে জাগো নিউজকে জানান, শাহাজান আলীকে জোরপূর্বক বদলি করা হলে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। কয়দিন ধরে তিনি মনমরা ছিলেন। ১ নভেম্বর তাকে বদলির ছাড়পত্র দেয়া হয়। এ দিন সন্ধ্যা রাতে তিনি ছাড়পত্র নিয়ে বাড়ি আসেন এবং মানসিকভাবে ভেঙে পড়েন। এর কিছুক্ষণ পর তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
বদলি করায় তিনি মানসিক আঘাতপ্রাপ্ত হয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বিষয়টি এমন নয়- দাবি করে যশোরাঞ্চলের অতিরিক্ত কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক খায়রুল আবরার বলেন, জন্ম-মৃত্যু আল্লাহর হাতে। আল্লাহ নিয়ে গেছে। তবে তার বিরুদ্ধে মাঠে না যাওয়ার অভিযোগ ছিল। এছাড়া ২১ বছর একই স্থানে কর্মকর্তা থাকায় তাকে বদলি করা হয়েছিল।
মিলন রহমান/এআরএ/পিআর