থাইল্যান্ডের বাজারে শুল্ক ও কোটামুক্ত সুবিধা চায় বাংলাদেশ
থাইল্যান্ডের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশি পন্য রফতানিতে শুল্ক ও কোটামুক্ত সুবিধা বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
থাইল্যান্ড সফররত তোফায়েল আহমেদ সোমবার ব্যাংককে সেদেশের বাণিজ্যমন্ত্রী আপিরাদি তানট্রাপর্নের সঙ্গে মতবিনিময়কালে এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন,‘বর্তমানে থাইল্যান্ডের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ৬৪ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার। এ বিপুল ঘাটতি কমাতে থাইল্যান্ডের বাজারে বাংলাদেশি পণ্যের বাণিজ্য সুবিধা আরো সম্প্রসারণ করা প্রয়োজন। পণ্য রফতানিতে ডিউটি ও কোটা ফ্রি সুবিধা আরো বাড়াতে হবে। এজন্য থাইল্যান্ড সরকারের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।’
তোফায়েল অাহমেদ বলেন, বাংলাদেশ এখন আন্তর্জাতিক মানসম্পন্ন তৈরি পোশাক, পাটজাত পণ্য, ওষুধ এবং ফার্নিচারসহ বিভিন্ন পণ্য তৈরি করছে। উন্নত দেশে এখন বাংলাদেশের পণ্য রফতানি হচ্ছে, সেখানে চাহিদাও দিন দিন বাড়ছে। থাইল্যান্ডের বাজারেও এর প্রচুর চাহিদা রয়েছে। কিন্তু নানা সমস্যার কারণে প্রত্যাশা পরিমাণ পণ্য থাইল্যান্ডে রফতানি হচ্ছে না।
তিনি জানান, গত অর্থ বছরে থাইল্যান্ডে বাংলাদেশি পণ্য রফতানির পরিমাণ ছিল ৩ কোটি ২৭ লাখ ডলারের, একই সময়ে বাংলাদেশ আমদানি করেছে ৬৮ কোটি ডলারের পণ্য।
মন্ত্রী বলেন, থাইল্যান্ডে বাংলাদেশের তৈরি পণ্যের পরিচিতি বাড়াতে ‘একক দেশের পণ্য মেলা’ করার বিষয়ে বর্তমান সরকার আগ্রহী। এ বিষয়ে থাইল্যান্ড সরকারের সহযোগিতা প্রয়োজন। থাইল্যান্ডের ভোক্তাগণ বাংলাদেশি পণ্যের সঙ্গে পরিচিত হলে, থাইল্যান্ডের বাজারে বাংলাদেশের তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্যের চাহিদা বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
তোফায়েল বলেন, বাংলাদেশ রফতানি পণ্য ও বাজার সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। বর্তমানে আমাদের রফতানির পরিমাণ ৩২’শ কোটি ডলার। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে আমরা একে ৬ হাজার কোটি ডলারে উন্নীত করতে চাই সে লক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার কাজ করছে।
বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে যেসব বাণিজ্যিক জটিলতা রয়েছে, তা চিহ্নি করে জরুরিভিত্তিতে সমাধানের উদ্যোগ গ্রহণের জন্য জয়েন্ট ট্রেড কমিশনকে কার্জকর করার ওপর গুরুত্বারোপ করেন বাণিজ্যমন্ত্রী।
বাংলাদেশ বর্তমানে থাইল্যান্ডে তৈরি পোশাক, মাছ, ওষুধ, পাটজাত পণ্য, বিশেষায়িত বস্ত্র, রাবার, ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রেনিক যন্ত্রপাতিসহ চাহিদা মোতাবেক বিভিন্ন পণ্য রফতানি করছে।
উল্লেখ্য, জাতিসংঘের ইকনমিক অ্যান্ড সোস্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিক (ইসক্যাপ)-এর এশিয়া প্যাসিফিক বিজনেস ফোরামের দ্বাদশ কনফারেন্সে যোগ দিতে তোফায়েল আহমেদ এখন ব্যাংককে রয়েছেন।
এসআই/একে/পিআর