আটক যুবলীগের ২৬ কর্মীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ


প্রকাশিত: ০২:৩০ পিএম, ০২ নভেম্বর ২০১৫

ফেনীতে বিপুল পরিমাণ অস্ত্রসহ আটক যুবলীগের ২৬ নেতাকর্মীর রিমান্ড আবেদন নামঞ্জুর করে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে আদালত। সোমবার দুপুরে ফেনী সদর আমলী আদালতের বিচারক দেলোয়ার হোসেন এ আদেশ দেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দুপুরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে অস্ত্র মামলায় আটক ২৬ নেতাকর্মীকে আদালতে আনা হয়। এ সময় জেলা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক গোলাম মোস্তফা তাদের রিমান্ড আবেদন করেন। বিচারক রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাদের জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

আসামি পক্ষের আইনজীবী গাজী তারেক আজিজ জানান, ২৬ নভেম্বর মামলার পরবর্তী দিন ধার্য করেছে আদালত।

এর আগে ৬ জুন রাতে ফেনী শহরতলীর লালপোল এলাকা থেকে পাঁচটি শটগান ও পিস্তল এবং ১৬টি রামদাসহ ছাত্রলীগ-যুবলীগের ২৬ নেতাকর্মীকে আটক করে র‌্যাব।

জহিরুল হক মিলু/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।