বিডিআর বিদ্রোহ মামলার কারাবন্দি আসামির মৃত্যু

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৫১ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২০

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিডিআর বিদ্রোহ মামলার এক কারাবন্দি আসামির মৃত্যু হয়েছে। তার নাম আবুল কাশেম (৭২)।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালের দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৭টার দিকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, আবুল কাশেম জামালপুরের মাদারগঞ্জ থানার গাবের গ্রামের মৃত কোব্বাত আলী খানের ছেলে। তিনি নায়েব সুবেদার ছিলেন।

বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।