উদ্যোক্তা তৈরির প্রতিযোগিতা ডিসেম্বরে
দেশে প্রথমবারের মতো উদ্যোক্তা তৈরির আন্তর্জাতিক প্রতিযোগিতা শুরু হচ্ছে। শিক্ষার্থী ছাড়াও যে কেউ উদ্ভাবনী ব্যবসায়িক চিন্তা নিয়ে অংশ নিতে পারবেন এ প্রতিযোগিতায়। জাতীয়ভাবে বিজয়ী হলে নেদারল্যান্ডসে অনুষ্ঠেয় আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেবেন প্রতিযোগী। বাংলাদেশে এ প্রতিযোগিতার আয়োজক ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
সবার জন্য উন্মুক্ত এ প্রতিযোগিতার রেজিস্ট্রেশন চলবে ৭ ডিসেম্বর পযন্ত। অংশগ্রহণকারীকে অনলাইনে www.gitr.co/apply রেজিস্ট্রেশন করতে হবে। এতে কোনো ফি লাগবে না।
প্রতিযোগিতার প্রাক-প্রস্তুতি পর্ব এবং প্রাথমিক বাছাই প্রক্রিয়া চলবে (নক আউট পদ্ধতিতে) ৮ থেকে ২০ ডিসেম্বর। আর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ২৪ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত এবং চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে ২৯ ডিসেম্বর।
এ প্রতিযোগিতা লাইট ওয়েট, সিড ওয়েট ও হেভিওয়েট- এ ৩ ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে। প্রতি ক্যাটাগরিতে ৩ জন করে প্রতিযোগী চূড়ান্ত পর্বে অংশ নেয়ার সুযোগ পাবে এবং প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক ফাইনালে এবং ২০১৬ সালের মার্চে নেদারল্যান্ডসে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযোগিতার মূল পর্বে অংশ নেয়ার সুযোগ পাবে।
এসইউ/পিআর