২৪ ঘণ্টায় মৃত্যু নেই ৩ বিভাগে

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:১৫ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২০

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৩৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ২৩ ও নারী ১১ জন। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল চার হাজার ৭০২ জনে।

গত ২৪ ঘণ্টায় দেশের আট বিভাগের মধ্যে তিন বিভাগে (বরিশাল, সিলেট ও রংপুর) করোনায় কোনো রোগী মারা যায়নি।

মারা যাওয়া ৩৪ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৭, চট্টগ্রামে সাত, রাজশাহীতে পাঁচ, খুলনায় চার এবং ময়মনসিংহ বিভাগের একজন।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা আক্তার স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৯২টি করোনা শনাক্তকরণ আরটি-পিসিআর ল্যাবরেটরিতে ১০ হাজার ৯৮টি নমুনা সংগ্রহ ও ১০ হাজার ৭২৩টি নমুনা পরীক্ষা করা হয়। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ২৮২ জন।

ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৩৬ হাজার ৪৪ জনে। মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ১৫ হাজার ৪৮১টি।

এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।