বিপিএল খেলার অনুমতি পেলেন পাকিস্তানি ক্রিকেটাররা


প্রকাশিত: ০১:২৫ পিএম, ০২ নভেম্বর ২০১৫

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরে পাকিস্তানের ২৫ ক্রিকেটার চুক্তিবদ্ধ হয়েছেন। শহীদ আফ্রিদি, শোয়েব মালিক, আকমল ভাইদের ছাড়াও বেশ কিছু তারকা থাকছেন এই আসরে। থাকছেন নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা দুই পেসার মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমিরও। তবে এবার আনুষ্ঠানিকভাবে বিপিএলে খেলার অনুমতি পেয়েছেন তারা।

পিটিআইয়ের এক সূত্রে বলা হয়েছে, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, বিপিএলে অংশ নেয়া থেকে বিরত রাখা হবে না খেলোয়াড়দের। তাদের অঞ্চলভিত্তিক দলগুলোর এ ব্যাপারে কোনো আপত্তি না থাকলে অংশ নেয়ায় কোনো সমস্যা নেই।’

বিপিএল চলাকালীন সময়ে পাকিস্তানের প্রথম শ্রেণির ঘরোয়া আসর ‘কায়েদ-এ-আজম’ ট্রফির খেলাও চলবে। তবে পিসিবি অঞ্চলভিত্তিক দলগুলোকে খেলোয়াড়দের বিপিএলে খেলার ব্যপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার নির্দেশ দিয়েছে। আফ্রিদি,মালিক, আকমল, আমিরদের ব্যাপারে অঞ্চলভিত্তিক দলগুলোই সিদ্ধান্ত নেবে।

উল্লেখ্য, বাংলাদেশের সাকিব আল হাসান ও তামিম ইকবাল এবার পাকিস্তান সুপার লিগে (পিসিএল) খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।

আরটি/এসকেডি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।