ইউএনওদের সই ক্ষমতা আদেশ হঠাৎ কেন : প্রধানমন্ত্রীর প্রশ্ন


প্রকাশিত: ১২:০২ পিএম, ০২ নভেম্বর ২০১৫

উপজেলা পরিষদে ন্যস্ত ১৭টি দফতরের সেলফ ড্রয়িং অফিসারদের বেতন বিল ও অফিস ব্যবস্থাপনাসহ কর্মসূচি বাস্তবায়ন বিলে উপজেলা নির্বাহী অফিসারের স্বাক্ষর করা সংক্রান্ত অফিস স্মারক সংশোধন কেন করা হয়েছে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে অনানুষ্ঠানিক আলোচনায় বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন।
 
মন্ত্রিসভার একজন সদস্য জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী হঠাৎ কেন আদেশটি জারি করা হয়েছে তা জানতে চেয়েছেন। আর আদেশ জারির আগে কেন পর্যালোচনা করা হয়নি তা নিয়েও প্রশ্ন তুলেছেন।

এদিকে, বিসিএস সমন্বয় কমিটি আদেশটি বাতিলের দাবিতে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। উপজেলা পরিষদে সেলফ ড্রয়িং অফিসাদের জন্য অসম্মানজনক সিদ্ধান্ত সংশোধনের বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।

এসএ/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

আরও পড়ুন