পুরান ঢাকায় নকল তারের কারখানায় অভিযান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৫২ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২০

রাজধানীর পুরান ঢাকার নবাবপুরে বিভিন্ন ব্র্যান্ডের নকল বৈদ্যুতিক তার ও ইলেকট্রিক পণ্য উৎপাদনের কারখানায় অভিযান চলছে।

বৃহস্পতিবার দুপুরে এই অভিযান শুরু করে র‌্যাব। অভিযানের নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

তিনি বলেন, আমাদের কাছে তথ্য আছে- নবাবপুরের কারখানায় নামি-দামি ব্র্যান্ডের নাম ব্যবহার করে নকল তার তৈরি করে বিক্রি হচ্ছে। অভিযান চলছে। অভিযান শেষে বিস্তারিত জানিয়ে দেয়া হবে।

rab

এর আগে গত ১৮ আগস্ট নবাবপুরে বিভিন্ন ব্র্যান্ডের নকল বৈদ্যুতিক তার ও ইলেকট্রিক পণ্য উৎপাদনের কারখানায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ছয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ৫৫ লাখ টাকা জরিমানা করে র‌্যাব। এছাড়াও ছয়টি কারখানা ও দুই গোডাউন সিলগালা করা হয়।

এআর/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।