অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ভণ্ডামি করছে : নাসিম
মানবতার কথা বলে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারনেশনাল মানুষের সঙ্গে ভণ্ডামি ও প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
সোমবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশে এ মন্তব্য করেন তিনি। জেল হত্যা দিবস উপলক্ষে আওয়ামী লীগ এ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রথম থেকেই ষড়যন্ত্র করে আসছে। তারা যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য বিশেষ অ্যাজেন্ডা নিয়ে মাঠে নেমেছে।
নাসিম বলেন, অ্যামেনেস্টি মুক্তিযুদ্ধের নৈতিক চেতনা নিয়েও প্রশ্ন তুলে দুঃসাহসিকতার পরিচয় দিয়েছে। ৭৫ সালে যখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিল তখন আপনাদের মানবতা কোথায় ছিল?
যারা আমাদের মুক্তযোদ্ধাদের বিচার চেয়ে অপমানিত করেছে তাদের বিচারও দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী নাসিম।
খালেদা জিয়ার মেকআপ-এর নিচের রুপ জনগণের কাছে উন্মোচন হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সমাবেশে সরকার তথা আওয়ামী লীগের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
এএসএস/এমএম/একে/পিআর